বরিশালে সাদিক আব্দুল্লার বিশাল ব্যবধানে জয়

বরিশালে সাদিক আব্দুল্লার বিশাল ব্যবধানে জয়

শেয়ার করুন

38136103_1222759001196523_8655596137920593920_nবরিশাল প্রতিনিধি :

বরিশাল সিটি কর্পোরেশনেও মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। সেরনয়িাবাত সাদিক আবদুল্লাহ ৯৪ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পেছনে ফেলেছেন বিএনপির প্রার্থী মজিবুর রহমান সরওয়ারকে।

বরিশালে ১২৩ টি কেন্দ্রের মধ্যে ১৬ টির ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। বাকী ১০৭ টি কেন্দ্রে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৫৩ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট।

স্থগিত ১৬ কেন্দ্রের মোট ভোটের তুলনায় সেরনয়িাবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে মজিবুর রহমান সরওয়ার এর ভোটের ব্যবধান অনেক বেশি। তাই নির্দ্বিধায় নির্বাচন কমিশন মেয়র পদে বিজয়ী ঘোষণা করেছে নৌকা মার্কার প্রার্থীকে।

ভোট গ্রহণের মাঝপথেই অবশ্য নিজেকে ভোট থেকে সরিয়ে নিয়েছিলেন বিএনপির মেয়র প্রার্থী।

অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ বাতিলের দাবি জানিয়েছিলেন বাসদ, সিপিবি এবং জাতীয় পার্টির বহিষ্কৃত মেয়র প্রার্থীরাও।

যদিও যে ১৬ টি কেন্দ্রে অনিয়মের কারণে ভোট বাতিল হয়েছে, সেগুলো ছাড়া বাকী সব কেন্দ্রেই ভোটগ্রহণ সম্পন্ন হয় নির্বিঘ্নে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ছিল নানা বয়সী ভোটারদের ভিড়। বেশিরভাগ ভোটার সন্তুষ্ট ছিলেন এরকম ভোট উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে।