বগুড়ায় জাতীয় সঙ্গীত অবমাননা করে টিকটিক ভি‌ডি‌ও, আটক ৫

বগুড়ায় জাতীয় সঙ্গীত অবমাননা করে টিকটিক ভি‌ডি‌ও, আটক ৫

শেয়ার করুন

0

।। চপল সাহা, বগুড়া ।।

বগুড়ায় জাতীয় সঙ্গীত অবমাননা করে টিকটিক ভিডিও বানানোর অভিযোগে ৫ ছাত্রকে  আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মিশকাত হোসেন,  নূর-ই-ইসলাম আ‌লিফ, মে‌হেদী হাসান অন্তর, আ‌লিফ আহ‌মেদ সুজন, আ‌রিফ আলী।

আটককৃতরা বগুড়ার মাল‌তিনগর স্টাফ কোয়ার্টার সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় মাঠে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বিকৃত ও ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরি করে। গত ১৫ দিন আ‌গে টিকট‌কে প্রকাশ ক‌রে। এরপর ভি‌ডিও‌টি ভাইরাল হয়।

ভিডিওটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর দৃষ্টিতে আসে। এরপর হেড কোয়ার্টার্স থেকে তাদের বিরু‌দ্ধে ব‌্যবস্থা গ্রহ‌ণের জন‌্য বগুড়া সদর থানাকে নি‌র্দেশ দেয়া হয়।

বগুড়া সদর থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) সে‌লিম রেজা জানান, হেড‌কোয়ার্টার্সের নি‌র্দেশে বগুড়া শহ‌রের বি‌ভিন্ন  জায়গা থে‌কে সোমবার রাতে তা‌দের‌কে আটক করা হয়।  হেড‌কোয়ার্টার্স থে‌কে পরবর্তী নি‌র্দেশনা এ‌লে তা‌দের বিরু‌দ্ধে ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।