ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু

ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু

শেয়ার করুন

faridpur mch pic

।। কামরুজ্জামান সোহেল,ফরিদপুর ।।
ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৫৭ জন। ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ফরিদপুরে জন, রাজবাড়ীর ৩ জন এবং মাগুড়ার ১ জন রয়েছে। পিসিআর ল্যাবে ৪১০ জনের নমুনা পরীক্ষা করে ১৫৭ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। নতুন করে আক্রান্তদের মধ্যে ভাঙ্গায় ১৭ জন, বোয়ালমারীতে ২ জন, নগরকান্দায় ৭ জন, মধুখালীতে ১৪ জন, সদরপুরে ৩৫ জন, চরভদ্রাসনে ১১ জন, সালথায় ২ জন এবং ফরিদপুর সদরে ৬৯ জন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৬১ জন। আইসিইউ ইউনিটে ভর্তি রয়েছেন ১৬ জন। এরমধ্যে করোনা রোগী ১৭৯ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৪৫৩ জন।