ফরিদপুরে আগামীকাল থেকে কঠোর লকডাউন ঘোষনা

ফরিদপুরে আগামীকাল থেকে কঠোর লকডাউন ঘোষনা

শেয়ার করুন

Screenshot (152)ছবি- এটিএন টাইমস

এই নিউজটির ভিডিও ক্লিপ দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

https://youtu.be/6475Y9SkNeM

।। কামরুজ্জামান সোহেল, ফরিদপুর ।।
ফরিদপুর জেলায় করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার থেকে এক
সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। আজ সকালে এক
প্রজ্ঞাপনের মাধ্যমে এ লকডাউনের ঘোষনা দেন জেলা প্রশাসক অতুল সরকার।
লকডাউনের মধ্যে শুধুমাত্র কাচা বাজার ও ঔষধের দোকান ছাড়া সব কিছুই বন্ধ রাখার
কথা বলা হয়েছে। লকডাউনের নির্দেশনা যারা মানবেন না তাদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
ফরিদপুর জেলায় গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৫শ ২৬ জন। আর মৃত্যু
বরন করেছেন ১১ জন। করোনার সংক্রমনের হার ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কমিটির জরুরী সভায় এ লকডাউনের সিদ্ধান্ত
নেওয়া হয়। ফরিদপুর পৌর এলাকা ছাড়াও ভাঙ্গা ও বোয়ালমারী পৌর এলাকায়ও এক
সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করা হয়। জেলা প্রশাসক জানিয়েছেন, প্রথম দফায়
এক সপ্তাহের জন্য লকডাউন দেওয়া হয়েছে। পরবর্তীতে সময় আরো বাড়ানো হতে
পারে।