প্রবারণা পূর্ণিমা ঘিরে উৎসবমূখর বান্দরবানের মারমা পল্লী

প্রবারণা পূর্ণিমা ঘিরে উৎসবমূখর বান্দরবানের মারমা পল্লী

শেয়ার করুন

38002495556_496ec89485_bবান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের মারমা পল্লীতে চলছে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন। মারমা ভাষায় এ উৎসবকে বলে, ‘ওয়াগ্যোয়াই পোয়ে’। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে ৩ দিনব্যাপী এ উৎসব। সব প্রস্তুতি শেষ, এখন কেবল উৎসবে মেতে ওঠার অপেক্ষা।

প্রবারণ অর্থ পরিত্যাগ। লোভ-লালসা, পরচর্চা ও পরনিন্দা ত্যাগ করে কঠিন বর্ষাবাস শেষে, নিজেকে শুদ্ধ করার পথো-নির্দেশ দিয়ে গেছেন মহামতী বৌদ্ধের। তাই আষাঢ়ী পূর্ণিমা থেকে শ্রাবণী পূর্ণিমা হয়ে মধু পূর্ণিমা বা ভাদ্র পূর্ণিমা কাটিয়ে, ভিক্ষুরা প্রবারণা পূর্ণিমায় স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এই দিনে মৈত্রীর আনন্দে মেতে উঠেন সবাই।

আর পূন্য লাভের আশায় উড়িয়ে দেয়া হয় ফানুস। একই সঙ্গে জল দেবতাকে তুষ্ট করতে থাকে রথ টানার আয়োজন। মারমা তরুণ-তরুণিরা দল বেঁধে রথ টেনে নিয়ে যায় এক পাড়া থেকে অন্য পাড়ায়।

প্রবারণার পবিত্র প্রথায় মেতে উঠতে, মারমা পল্লীগুলোতে এখন মহাব্যস্ততা। উৎসবের প্রস্তুতিতে রাতদিন একাকার। ফানুস বানানো আর পিঠা তৈরির ধূম পাড়ায় পাড়ায়। জগতের সকল প্রাণির মঙ্গল কামনায় বৌদ্ধ মন্দিরে মন্দিরে চলছে পূজা ও প্রার্থনা।