প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : রাবির ছাত্রমৈত্রী নেতা আটক

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : রাবির ছাত্রমৈত্রী নেতা আটক

শেয়ার করুন

রাবি প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়কে আটক করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমচত্বর থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা দিলীপ রায়কে আমাদের হাতে তুলে দিয়েছে। যদিও বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা দিলীপের কটূক্তিমূলক কোনো ডকুমেন্ট, অভিযোগ পাইনি। তার বিরুদ্ধে আনিত অভিযোগের তথ্য-প্রমাণ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।’

রাবিদিলীপ রায়ের ফেসবুক ওয়ালে গিয়ে দেখা যায়, একটি স্টেটাসে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী আপনার হারিকেন তৈরি আছে তো? দ্যাখেন আবার আপনার ভাগেরটাও চুরি হতে পারে তখন আপনানি আফসোস করে বলবেন (উনার বাবার ডায়ালগটা)।’

তিনি আরেকটি স্টেটাসে লেখেন, ‘প্রধানমন্ত্রী হাসিনা আপনি বোধ হয় আরেকটা ফুলবাড়ী দেখতে চাচ্ছেন এ জন্য আপনাকে অভিনন্দন! জাতি অবশ্যই আপনাকে এই অভিজ্ঞতা অর্জনে বাধিত করিবেন বলে জানি।’

এ ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট নেতাকর্মীরা।

প্লবী ছাত্র মৈত্রীর রাবি শাখার সভাপতি প্রদীপ মার্ডি বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পেছনে আমচত্বর থেকে পুলিশ এসে দিলীপকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কোন অভিযোগ বা কেন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তা আমরা জানতে চাই। কিন্তু পুলিশ কিছুই বলে না। আমরা তখন পুলিশকে বলি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতি কিংবা কোনো ওয়ারেন্ট ছাড়া দিলীপকে ধরে নিয়ে যেতে পারবেন না। তখন পুলিশ বলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো দরকার নেই। একপর্যায়ে আমাকে ধাক্কা দিয়ে দিলীপকে ধরে নিয়ে যায় পুলিশ।’

প্রধানমন্ত্রীকে কটূক্তির ব্যাপারে তিনি বলেন, ‘দিলীপ তার ফেসবুক স্টেটাসে এমন কিছু বলেনি, কিংবা এমন কোনো ভাষা ব্যবহার করেনি যার জন্য তাকে পুলিশ ধরে নিয়ে যাবে। গণতান্ত্রিক দেশে কোনো একটা বিষয়ে যেকেউ তার মত প্রকাশ করতে পারে। আর দিলীপ তাই করেছে।’

এদিকে দিলীপ রায়ের ছাত্রত্ব বাতিলের দাবিতে দুপুর ১টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাবি শাখা ছাত্রলীগ।

সমাবেশে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব বলেন, ‘দিলীপ রায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে কটূক্তি করেছে। তাই আমরা তাকে ধরে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছি। তার মানে এই নয়, আমাদের দায়িত্ব শেষ। আমরা দিলীপ রায়ের ছাত্রত্ব, হলের সিট বাতিলের দাবি জানাচ্ছি। আমাদের এ দাবি না মানা হলে প্রয়োজনে ক্যাম্পাস বন্ধ করে দিবো।’

রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করা দিলীপ রায়ের ছাত্রত্ব ৭ দিনের মধ্যে বাতিল করা না হলে আমরা লাগাতার কর্মসূচি দিব। আজ যদি দিলীপ রায়ের শাস্তি না হয়, আরও অনেকে এরকম কাজে উৎসাহিত হবে।’