প্রতিটি ইউনিয়নে বিট পুলিশ,তবুও সংঘর্ষ লেগেই আছে

প্রতিটি ইউনিয়নে বিট পুলিশ,তবুও সংঘর্ষ লেগেই আছে

শেয়ার করুন

 

Narailছবি- সংগৃহীত


কার্ত্তিক দাস, নড়াইলঃ এলাকার আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের বিভিন্ন ইউনিয়নে আবারো মাথাচারা দিয়ে
উঠছে গ্রাম্য দলাদলি। প্রতি দিনই বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। এতে সামাজিক বন্ধন বিনষ্ট হচ্ছে।
খুনসহ আহত হচ্ছেন অনেকেই। বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। থানায় মামলার সংখ্যাও বাড়ছে। এর থেকে
পরিত্রাণ পেতে পুলিশ প্রশাসন বিভিন্ন এলাকায় শান্তি মিটিং করলেও গ্রাম্য মাদবরেরা তা আমলে নিচ্ছেন না।
প্রতিটি ইউনিয়নে বিট পুলিশ মোতায়েন করা হয়েছে। তবুও সংঘর্ষ লেগেই আছে।
গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে গত ২১মে সন্ধ্যায় লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের
ব্রাম্মণডাঙ্গা গ্রামের মাহাবুর মোল্লা((৪৮) নামে এক মাদবরকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে
গুরুতর জখম করে। তিনি এখন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী
সাবিনা ইয়াসমিন বাদী হয়ে ২৩ মে লোহাগড়া থানায় মামলা করেছেন। মামলায় মাহাবুর রহমানের
প্রতিপক্ষ একই গ্রামের তাইজুল ইসলামসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এলাকার মানুষ জানান,২১ মে সন্ধ্যায় মাহাবুর মোল্লা স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে ১০/১২ জন লোক মাহাবুর মোল্লার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে
তাতে কুপিয়ে জখম করে। তার বাম পায় গুরুতর জখম হয়। শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে পরে ঢাকা পঙ্গু হাসপাতালে
ভর্তি করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন মুরুব্বীর সঙ্গে কথা বলে জানা গেছে,সামাজিক
দলাদলিতে নোয়াগ্রাম ইউনিয়ন দুটি ভাগে বিভক্ত। ইউনিয়ন পর্যায়ে এক পক্ষে নেতৃত্ব দেন
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়জুল হক রোম ও সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান নুরনবী। অপর
পক্ষে নেতৃত্ব দেন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ
ফয়জুল আমির লিটু ও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু।
ইউনিয়নের ব্রাম্মণডাঙ্গা,চর ব্রাম্মণডাঙ্গা,বাড়িভাঙ্গা ও হান্দলা এই চার গ্রাম নিয়ে আবার দুটি
পক্ষ রয়েছে। সামাজিকভাবে এই চার গ্রামের গ্রাম্য মাদবর হিসেবে নেতৃত্ব দেন ফয়জুল হক রোম ও

নুরুন্নবীর সমর্থক নাজির মোল্লা ও মাহাবুর মোল্লা। সৈয়দ ফয়জুল আমির ও ইউনিয়নের বর্তমান
চেয়ারম্যান জাহিদুল ইসলামের পক্ষে মাদবরি করেন তাইজুল ইসলাম ও ইউপি সদস্য মো.জাকির
হোসেন।
এলাকাবাসির অভিমত এই মাদবর কয়জনকে কোনো কায়দায় আটকিয়ে রাখতে পারলে এলাকার মানুষ একটু
শান্তিতে ঘুমাতে পারতো। এদের কারণে এলাকায় মারামারি কাটাকাটি,খুন,বাড়ি ভাংচুর লুটপাটসহ জনগণ
ক্ষতিগ্রস্থ হচ্ছে। তারা বলেন,কোনো কায়দায় যদি এক পক্ষের একজনকে মেরে ফেলতে পারে তাহলে আপোষ
মীমাংশার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এটা এখন ফ্যাশানে পরিণত হয়েছে। প্রতিটি ইউনিয়নে বিট পুলিশের
ব্যবস্থা করা হলেও তারা পুলিশের ভূমিক নিয়েও প্রশ্ন তোলেন।
জানতে চাইলে গ্রাম্য মাদবরেরা একে অপরের বিপক্ষে নানা অভিযোগ করেন। এদের অসামাজিক কর্মকান্ড
এবং মামলার কারণে এলাকায় আতংক বিরাজ করছে। গ্রেপ্তারের ভয়ে অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয়
নিয়েছে। বাড়ির মূল্যবান আসবাবপত্র স্বজনদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন,এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে
দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব সংঘাত চলে আসছে। যে কারণে মাহাবুর মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে। এ নিয়ে
এলাকায় বেশ কিছু দিন উত্তেজনা বিরাজ করছিলো। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় বড় ধরণের
কোনো দুর্ঘনাঘটতে পারেনি। তিনি বলেন,মাহাবুর মোল্লার স্ত্রী সাবিনা ইয়াসমিন ২৩ মে বাদী হয়ে ১১ জনের
নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। আসামিরা সবাই পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশি
অভিযান অব্যাহত রয়েছে।