পিরোজপুরের স্বরূপকাঠির দক্ষিন চিলতলায় কালী মন্দিরের মুর্তি ভাংচুর, গ্রেফতার-১

পিরোজপুরের স্বরূপকাঠির দক্ষিন চিলতলায় কালী মন্দিরের মুর্তি ভাংচুর, গ্রেফতার-১

শেয়ার করুন

 

 swarupkati mondir

মুর্তি ভাঙ্গচুরের পর শূন্য মন্দির।

 

।। পিরোজপুর প্রতিনিধি ।।
স্বরূপকাঠির দক্ষিন চিলতলা বারোয়ারী কালী মন্দিরের ৩ টি মুর্তি
ভেঙ্গে নদীতে ফেলে দিয়েছে বড়ইবাড়ী এলাকার তৈয়বুর রহমান (৬৫)।
গতকাল মঙ্গলবার সকালে কোন প্রকার উস্কানী বা কারন ছাড়াই
মুর্তিগুলো ভেঙ্গে পার্শবর্তী গনকপাড়া খালে ফেলে দেয়। একটি
মুর্তি খালের পাড়ে আটকে থাকলেও অন্য দুটি পানির স্রোতে
ভেসে গেছে।

খবর পেয়ে নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী
পুলিশ সুপার রিয়াজ হোসেন ও ইন্সপেক্টর তদন্ত মো. সোলায়মান
ঘটনা স্থলে যান। মন্দির কমিটির সভাপতি বিষ্ণু পদ চক্রবর্তী
অভিযোগ দিলে ঘটনার সাথে জড়িত বড়ই বাড়ী গ্রামের আদ্বুস
সোবাহানের ছেলে তৈয়বুর রহমানকে পুলিশ গ্রেফতার করে।
ইন্সপেক্টর (তদন্ত ) মো. সোলায়মান জানান, খবর পেয়ে দ্রুত
ঘটনাস্থলে গিয়ে তৈযবুর রহমানকে গ্রেফতার করা হয়। মামলা রজু
করা হয়েছে।