পালিত হচ্ছে ঈদুল আযহা

পালিত হচ্ছে ঈদুল আযহা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

উৎসাহ উদ্দীপনা এবং ত্যাগের মহিমায় পালিত হচ্ছে ঈদুল আযহা। যথযোগ্য মর্যাদায় সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত।

ঈদ
ফাইল ছবি

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে দামপাড়া জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে সকাল পৌনে ৮টায়। এর পরই নগরীর বিভিন্ন স্থানে দেয়া হয় পশু কোরবানি।

বরিশালে ঈদের প্রধান জামাত হয়েছে সকাল ৮টায় হেমায়েদ উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে।  এছাড়া বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় চরমোনাই মাদ্রাসা ময়দানে । জামাত শেষে শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

রাজশাহীতে সকাল ৮টায় প্রধান জামায়াত অনুষ্ঠিত হযরত  শাহমখদুম রা: ঈদগাহ ময়দানে। এছাড়া রাজশাহীর সবগুলো ঈদগাহেই শান্তিপূর্নভাবে জামাত অনুষ্ঠিত হয়েছে।

রংপুর নগরীর প্রধান জামাত হয় কালেক্টরেট ঈদগাহে। এই জামাতে প্রায় ২৫ হাজার মানুষ নামাজ আদায় করেন। আবহাওয়া ভালো থাকায় ঈদগাহ ও মসজিদগুলোতে সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করেছেন মুসুল্লীরা ।

সিলেটে বৃষ্টি উপেক্ষা করে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে প্রধান জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

খুলনায় বৈরী আবহাওয়ার কারনে সার্কিট হাউজ ময়দানের প্রধান জামাত হওয়ার কথা থাকলেও পরে নগরীর টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

এছাড়া সারা দেশ থেকে শান্তিপূর্ণভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।