পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে কুমিল্লার মানুষ

পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে কুমিল্লার মানুষ

শেয়ার করুন

কুমিল্লা প্রতিনিধি

সারা দেশের মতো কুমিল্লায়ও মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করেই ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকেরা। ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার এক চালকের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এরই প্রতিবাদে এই কর্মসূচি।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে গত রোববার থেকে শুরু করে সোমবার সন্ধ্যা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চালান শ্রমিকেরা।

কুমিল্লায় সকাল ৭টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন। কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া,শাসনগাছা ও চকবাজার থেকে কোনও বাস ছেড়ে যায়নি।

যাত্রীরা বলেন, হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেওয়ায় তারা ভোগান্তিতে পড়েছেন।  পরিবহন শ্রমিকরা জানান, কথায় কথায় শ্রমিকদের জেল-ফাঁসি মেনে নেয়া হবে না। এ ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে।