পঞ্চগড়ে খালি চোখে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা

পঞ্চগড়ে খালি চোখে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা

শেয়ার করুন

কাঞ্চনজঙ্ঘা
।। ঠাকুরগাঁও প্রতিনিধি।।

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার । তেঁতুলিয়ার ডাকবাংলো চত্তর হতে তাকালেই খালি চোখে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা । অপরুপ সৌন্দর্যের লিলাভুমি স্বাধীনতার তীর্থ কেন্দ্র বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার ডাকবাংলোতে দাড়ালেই পৃথিবীর সর্ব বৃহৎ উচু শৃংগ হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে ।
রবিবার সূর্য উঠার সাথে সাথেই পঞ্চগড় থেকে হিমালয়ের দিকে তাকালেই দেখা মিলছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার। এখন ভারতের দার্জিলিং না গিয়ে তেঁতুলিয়ার বাড়িতে বসেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য। পঞ্চগড় জেলার সকল অঞ্চল থেকে এ দৃশ্য এখন থেকে প্রায়শই দেখা মিলবে । পঞ্চগড় থেকে খালি চোখে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখার জন্য ভ্রমন পিপাসুরা ভিড় জমাবে ।
তেঁতুলিয়ার গোয়ালগছ গ্রামের নজরুল ইসলামের শিশু পুত্র তাকি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে আনন্দে উৎফলিত হয়ে জানায় আমাদের আর ভারতে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার দরকার পড়ছে না। আমাদের বাড়ি থেকে ঝকঝকে দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে আমি খুবই আনন্দ পেলাম।দেশের সকল ভ্রমন পিপাসুদের কাঞ্চনজঙ্ঘা দেখার আমন্ত্রন জানান।