নড়াইলে ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেলেন ১৫০টি পরিবার

নড়াইলে ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেলেন ১৫০টি পরিবার

শেয়ার করুন

Narail 333 Call Food Help

।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
নড়াইল সদর উপজেলার আবাসিক কোয়াটার চত্বরে ১৫০ জন অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। জানাগেছে করোনার এই সংকট মুহুর্তে কর্মহীন হয়ে পড়া পরিবারগুলো ৩৩৩ নম্বরে ফোন করার কারণে তাঁদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া রহমান এই খাদ্য সহায়তা প্রদান করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি করে চাল,১ কেজি ডাল,১ কেজি সোয়াবিন তেল। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানাসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা প্রদানকালে সাদিয়া রহমান বলেন,অনাকাঙ্খিত করোনা ভাইরাসে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। যারা জীবিত আছেন তারা ঘরের বাইরে বের হতে না পেরে কর্মহীন হয়ে পড়ছে । তাঁদের বাচিয়ে রাখার জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নানা ধরণের খাদ্য সহায়তা দিয়ে আসছেন। যে কারণে সদাশয় সরকারের নির্দেশ পালনে আমরা এই খাদ্য সহায়তা দিতে পারছি। তিনি বলেন,সদর উপজেলা হতে এ পর্যন্ত ১ হাজা ৭৫২ টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। তিনি বলেন,ম্স্ক পড়ুন,নিজে বাচুন আপরকে বাচতে দিন।