নড়াইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদন্ড

শেয়ার করুন

narail madok

নড়াইল প্রতিনিধি।।

নড়াইলে ২০১৫ সালে একটি মাদক মামলায় রিক্তা পারভীন(৪৫) নামে এক মহিলাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। টাকা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সি মো.মশিয়ার রহমান। আজ বুধবার বেলা ১১টায় এই আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে,২০১৫ সালের ৮ সেপ্টেম্বর সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্কপুর গ্রামের রিক্তা পারভীনের নিজ বাড়ি থেকে পুলিশ ৬৪ বোতল ফেনসিডিল এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় ৪ জনের নামে মামলা দায়ের হয়। মামলায় ১৬ জনে সাক্ষ্য গ্রহণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় জেলা ও দায়রা জজ মুন্সি মো.মশিয়ার রহমান রিক্তা পারভীনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশের আদেশ দেন। বাকি ৩জনকে বেকুসুর খালাস দেন।