নড়াইলে ভিক্ষুকদের মধ্যে ২ লাখ টাকা বিতরণ

নড়াইলে ভিক্ষুকদের মধ্যে ২ লাখ টাকা বিতরণ

শেয়ার করুন

Narail Vikkuk Anudan Photo- (1)ফটো- এটিএন টাইমস


কার্ত্তিক দাস, নড়াইলঃ করোনা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইলে ৫০ জন পুনর্বাসিত ভিক্ষুকদের মধ্যে দুই লাখ টাকা বিতরণ
করা হয়েছে। জানাগেছে,জনপ্রতি ৪ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬মে) সকাল
১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান এই অনুদানের টাকা বিতরণ
করেন।

জেলা প্রশাসন ও শহর সমাজ সেবা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ইয়ারুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি
ছিলেন,নড়াইল পৌর মেয়র আনজুমান আরা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম,সহকারি
কমিশনার (ভূমি) কৃঞ্চ রায়,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রতন কুমার হালদার,শহর সমাজসেবা
অফিসার সূজা উদ্দীন প্রমুখ।
টাকা বিতরণকালে জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান বলেন,পুনর্বাসিত মানুষদের ভাগ্য উন্নয়নে এবং
স্বাবলম্বি করতে সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে নড়াইলকে ভিক্ষুক মুক্ত জেলা হিসেবে ঘোষণা
করাহয়েছে। আমরা আশা করবো পুনর্বাসিত ব্যক্তিরা আগামিতে আর ভিক্ষাবৃতি করবেন না। তিনি নড়াইলের
বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এই অসহায় মানুষদের পাশে এগিয়ে আসার আহবান জানান।