নড়াইলে খাদ্যের বিষক্রিয়ায় ৩ ছাত্রের মৃত্যু

নড়াইলে খাদ্যের বিষক্রিয়ায় ৩ ছাত্রের মৃত্যু

শেয়ার করুন
C
C

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার আগদিয়া-শিমুলিয়া এলাকায় জামিয়াতুস সুন্নাহ মোহাম্মাদীয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যের বিষক্রিয়ায় ৩ ছাত্রের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরও ২০ ছাত্র। এদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।

মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা জানান, গত রাত সাড়ে ৯টার দিকে শাপলা এবং পুঁইশাকের ২ ধরনের তরকারি খেয়ে ছাত্ররা অসুস্থ হয়ে পড়ে। খাওয়ার পরপরই তাদের বমি হয়। অসুস্থদের প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক ছাত্রের মৃত্যু হয়।

অবস্থার অবনতি হলে সবাইকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে মারা যান আরো ২ জন।

মৃতরা হলেন, নড়াইল সদরের বড়গাতি গ্রামের জব্বার শেখের ছেলে মো. এমামুল হক, ভদ্রবিলা পাঁচুড়িয়া গ্রামের মুরাদ মোল্যার ছেলে আলিফ ও  শুভারগোপ গ্রামের আফসার শেখের ছেলে আশরাফুল।