নেত্রকোণায় সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের ৫দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

নেত্রকোণায় সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের ৫দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

শেয়ার করুন

Screenshot_20211124-121048~2।। নেত্রকোণা প্রতিনিধি।।

বুধবার(২৪ নভেম্বর) নেত্রকোণায় ২০২১-২২ অর্থ বছরের আওতায় সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের  ০৫(পাঁচ) দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুহেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে গুজব প্রতিরোধে ইমামদের ভুমিকা অনস্বীকার্য। এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম জনসাধারণের কাছে তুলে ধরতেও ইমামদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও করোণাকালীন সময়ে জনসচেতনতা সৃষ্টির জন্য জোর তাগিদ দেন জেলা প্রশাসক।
পরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ করা হয়।