নেত্রকোণায় “ভুমি জাদুঘর” উদ্বোধন

নেত্রকোণায় “ভুমি জাদুঘর” উদ্বোধন

শেয়ার করুন
Screenshot (425)
।। আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা ।।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোণায় “ভুমি জাদুঘর” উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
জেলা সদরের ইউনিয়ন ভুমি অফিসের পুরাতন ভবনে এ জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন,   সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মাহমুদা আক্তার, আরডিসি মোঃ সেলিম মিয়া, সদর উপজেলার সহ.ভুমি কমিশনার খবীরুল হাসানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার তৎকালীন জমিদার রাজা ব্রজেন্দ্র কিশোর এর জমিদারির আওতাভুক্ত এ কাচারী ঘরটি তখন প্রজাদের কাছ থেকে খাজনা তোলার কাজে ব্যবহৃত হত। পরবর্তীতে কালের  বিবর্তনে নেত্রকোণা সদর ইউনিয়ন ভুমি অফিস হিসেবে এতদিন এটি ব্যবহৃত হয়ে আসছিল।
ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঐতিহাসিক এ কাচারি ঘরটিকে ভুমি সংক্রান্ত জ্ঞান অর্জনের বাতিঘর হিসেবে গড়ে তুলতে এটিকে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ভুমি সংক্রান্ত পুস্তক, রেপ্লিকা,  ঐতিহাসিক দলিলপত্রসহ সাজানো হবে দর্শনার্থীদের জন্য এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন।