নেত্রকোণায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ২৫

নেত্রকোণায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ২৫

শেয়ার করুন

Screenshot_20220523-134640~2

নেত্রকোণা প্রতিনিধি।।

সোমবার(২৩ মে) ভোরে নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের চল্লিশা এলাকায় বাস ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। এঘটনায় ময়মনসিংহ সড়কে যান চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিল। নিহতরা হলেন- বাসচালক সবুজ মিয়া ও সুপারভাইজার সুহেল মিয়া। আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে চল্লিশা এলাকায় ঢাকাগামী ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে চট্রগ্রামগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন বাসচালক সবুজ মিয়া। এ ঘটনায় গুরুতর আহত সুপারভাইজার সুহেল মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

 নিহতদের মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মর্গে আছে।

এ বিষয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন মিয়া গণমাধ্যমকে জানান, আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানা পুলিশ।  এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে বলেও গণমাধ্যমকে জানান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।