নেত্রকোণায় কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময়

নেত্রকোণায় কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময়

শেয়ার করুন
Screenshot_20210720-170246
আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা ।। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে  কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনা উপলক্ষ্যে মঙ্গলবার (২০ জুলাই) সকালে অনলাইন প্লাটফর্মে জেলা প্রশাসন এক সভার আয়োজন করে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংগ্রহ ও সংরক্ষণের জন্য ক্রেতা ও বিক্রেতা পর্যায়ে সচেতনতা সৃষ্টি, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অন্যান্য স্থানে সংরক্ষিত কাঁচা চামড়ায় যথাযথভাবে পর্যাপ্ত লবণ প্রয়োগ নিশ্চতকরণ, চামড়া ক্র‍য়ের পরিস্থিতি মনিটরিং, জেলা, উপজেলা, ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চলে লবণের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আলোকপাত করা হয়।
এছাড়াও বিশেষ পরিস্থিতিতে উদ্বৃত্ত কাঁচা চামড়া অস্থায়ী ভিত্তিতে সংরক্ষণের জন্য উপযুক্ত কোন স্থান ব্যবহার করা, ঈদুল আজহা উপলক্ষে  লবণের পরিবহন নির্বিঘ্নকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পচন রোধে কোরবানির দিন থেকে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে কাঁচা চামড়া ঢাকা অভিমুখে পরিবহন না করার বিষয়ে কার্যক্রম গ্রহণ, বর্জ্য ব্যবস্থাপনা দ্রুততার সাথে সম্পন্ন করা,ঈদুল আজহা উপলক্ষে চামড়া ব্যবস্থাপনা সংক্রান্ত কন্ট্রোল সেল স্থাপনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সভায় নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা বিসিকের উপব্যবস্থাপক, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক,  জেলা তথ্য অফিসারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।