নেত্রকোণার সাজাপ্রাপ্ত পলাতক দুর্ধর্ষ অস্ত্র ব্যবসায়ী তাজুলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব

নেত্রকোণার সাজাপ্রাপ্ত পলাতক দুর্ধর্ষ অস্ত্র ব্যবসায়ী তাজুলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব

শেয়ার করুন

Screenshot_20220424-183724~2নেত্রকোণা প্রতিনিধিঃ

দীর্ঘ ১ বছর ধরে পলাতক অস্ত্র আইনে পৃথক ধারায় ১০ বছর ও ০৭ বছর সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী তাজুল ইসলাম তাজুকে আগ্নেয়াস্ত্র সহ নেত্রকোণার কলমাকান্দা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (২৪ এপ্রিল)  বিকেলে র‌্যাব-১৪ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,
ভোর ৪ টা ৪৫ নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার কলমাকান্দা থানা এলাকা থেকে আসামী-তাজুল
ইসলাম তাজু (৩৮) কে  ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৫ রাউন্ড গুলি, ০৬টি মোবাইল, আগ্নেয়াস্ত্রের বিভিন্ন ০৯ টি অংশ নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা  জব্দ করে।

আইন ২০১৯ মামলা চলমান। উপরিল্লিখিত মামলাগুলোতে বিভিন্নসময় সে কারাভোগ করেছে। গ্রেফতারকৃত আসামী মোঃ তাজুল ইসলাম তাজু জেলার একজন শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে নেত্রকোণা জেলায় অবৈধ অস্ত্র ব্যবসা, সীমান্তেচোরাকারবারী, হত্যা চেষ্টা, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। এছাড়া অস্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে নেত্রকোনা জেলার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বালু মহালে সে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। উক্ত সন্ত্রাসী বাহিনীর মূল কাজ হলো সোমেশ্বরী নদীর বালু মহালে চাঁদাবাজি করা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।