নিহত জঙ্গি নাঈমের আসল বাড়ি টাঙ্গাইলে

নিহত জঙ্গি নাঈমের আসল বাড়ি টাঙ্গাইলে

শেয়ার করুন

photo-1469636878

কুয়াকাটা প্রতিনিধি:

ঢাকার কল্যাণপুরে নিহত জঙ্গি আবু হাকিম নাঈমের ভোটার আইডি কার্ডে কুয়াকাটার  ঠিকানা উল্লেখ করা হলেও তার প্রকৃত বাড়ি টাঙ্গাইলের মধুপুরে।

কুয়াকাটায় আবাসন কোম্পানি ‘‌সাগর নীড়’ প্রকল্পে দৈনিক দিনমজুর হিসাবে ২০০৫ সালে যোগ দেয় সে।

‘সাগর নীড়’ প্রকল্পের ব্যবস্থাপক আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পত্রিকায় প্রকাশিত ছবি দেখে তারা বুঝতে পারেন এ সেই নাঈম। ওই সময়ে কুয়াকাটায় অবস্থান করায় সেখানেই ভোটার আইডি কার্ড করায় সে। স্ত্রী এবং ২ সন্তান নিয়ে কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের আনোয়ার শরীফের বাসায় ভাড়া থাকত নাঈম। ২০০৭ সালে প্রকল্পের কাজ থেকে বিদায় নেয় সে।

স্থানীয়রা জানান, নাঈম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করত। কখনো মসজিদের ঈমাম সাহেব না থাকলে তার ঈমামতিতে নামাজ আদায় হত।