নিষেধাজ্ঞা শেষ, নদীপ্রধান জেলাগুলোয় শুরু হয়েছে ইলিশ শিকার

নিষেধাজ্ঞা শেষ, নদীপ্রধান জেলাগুলোয় শুরু হয়েছে ইলিশ শিকার

শেয়ার করুন

ইলিশ শিকারএটিএন টাইমস ডেস্ক :

সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে। দেশের নদীপ্রধান জেলাগুলোয় শুরু হয়ে গেছে ইলিশ শিকার। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে নদীতে নৌকা ভাসিয়েছেন জেলেরা। জালভরে রূপালি ইলিশ তোলার আশা তাদের। মৎস্য বিভাগও জানিয়েছে, এবার প্রায় ৯০ ভাগ মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে, ফলে ইলিশের উৎপাদন বাড়বে।

প্রজনন মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়ে থাকে মৎস্য অধিদপ্তর। স্থানীয়রা একে বলেন অবরোধ। অবরোধ কেটে গেছে বুধবার মধ্যরাতে। পরপরই ভোলার জেলেরা মেঘনা-তেতুলিয়া নদীতে ইলিশ শিকারের উৎসবে মেতেছেন। মাছ ধরাও পড়ছে ভালো। ইলিশের ঘাট ও আড়তেও জেগেছে প্রাণ।

২২ দিনের অলস সময় শেষে, ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতেও জাল ফেলেছেন জেলেরা।

চাঁদপুরের পদ্মা-মেঘনায়ও ইলিশ শিকারের ব্যস্ততা। তবে নিষেধাজ্ঞার সময়ে ছিল, প্রশাসনের কড়া নজরদারি। ফলে, এবার প্রচুর ইলিশের আশা জেগেছে।

বরগুনার মাঝি-মাল্লারাও ট্রলারে তেল, বরফ, রসদ তুলে চলেছেন সাগরে। তবে তাদের মধ্যে রয়েছে জলদস্যুর আতঙ্ক। তবুও জীবন-জীবিকার টানে জেলেরা যাচ্ছেন গভীর সমুদ্রে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা সফলভাবে পালন করতে পারায়, মৎস্য উৎপাদনে সুফল মিলবে বলে আশাবাদী মৎস্য বিভাগ।

৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ এবং বাজারজাতকরণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করা হয় অবৈধ মাছ শিকারীদের।