নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৫ জেলের জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৫ জেলের জরিমানা

শেয়ার করুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে ও গজারিয়ার মেঘনা নদীতে ১৫ জেলেকে ৪৬ হাজার ২০০ টাকা জরিমানা ও ১ জেলের ৭ দিনের কারাদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর ২টা থেকে দিনগত মধ্য রাত পর্যন্ত দুটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।

লৌহজং উপজেলার পদ্মা নদীতে ১১ জেলেকে আটক করে ৪৪ হাজার টাকা জরিমানা করে। মঙ্গলবার সকালে জেলদেরকে ছেড়ে দেওয়া হয়। এদিকে গজারিয়ায় ৩ জেলেকে ২ হাজার ২০০ টাকা জরিমানা ও একজনকে ৭ দিনের কারাদন্ড দেয়া হয়।

লৌহজং উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাহীন জানান, পদ্মা নদীতে ১১ জেলেকে আটক করি, এর মধ্যে একজন জেলে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে আটক জেলদের জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। তবে এর মধ্যে একজনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে জব্দকৃত মা ইলিশ তিনটি মাদ্রাসায় বিতরণ করা হয়।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস জানান, গতকাল মধ্যরাত পর্যন্ত মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জেলেকে আটক করে একজনকে সাজা ও ৩ জেলেকে অর্থদন্ড দেওয়া হয়।