নারী অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে কবিতা বিশ্বাসের অন্যন্য উদ্যোগ

নারী অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে কবিতা বিশ্বাসের অন্যন্য উদ্যোগ

শেয়ার করুন

নড়াইলের তৃণমূল নারীনেত্রী কবিতা বিশ্বাস
বিশ্বাস করেন,এই কাজ যে শুধু কাজ নয়,এ যে সংগ্রাম।

kabita narail-2

ছবি-এটিএন টাইমস

।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
চেহারায় প্রতিবাদি ছাপ স্পষ্ট। রোদে পুড়ে গায়ের রং তামাটে। হাঁড়ভাঙা খাটুনি যে তাঁর নিত্যসঙ্গী। সদা ব্যস্ত এলাকার
বঞ্চিত নারীদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে। এলাকার বিপন্ন নারীদের দুঃখ-দুর্দশায় সাহায্য করতে ঝাপিয়ে পড়েন তিনি। আর এ
কাজেই বিদ্রোহিনী অথচ শান্তিকামী কবিতা বিশ্বাস খুঁজে পান আনন্দ।
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের বাকলি গ্রামের স্বল্প শিক্ষিত ও অখ্যাত জীবনসংগ্রামী এই প্রতিবাদী নারী
কবিতা বিশ্বাস স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জ্যোতি নারী ও শিশু উন্নয়ন সংস্থার অন্যতম সংগঠক। তাঁর জন্ম ১৯৫৫ সালে
কুষ্টিয়া জেলার ভেড়ামারার রথপাড়ায়। সাইকেল গ্যারেজ মিস্ত্রি বাবা ননী গোপাল সরকার ও মা সুধারানী সরকারের দ্বিতীয়
সন্তান তিনি। পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণী পর্যন্ত। মাত্র ১৪ বছর বয়সে তাঁর বিয়ে হয় নড়াইল সদর উপজেলার শেখহাটি
ইউনিয়নের বাকলি গ্রামের নৃপেন্দ্রনাথ বিশ্বাসের সঙ্গে। শহুরে মেয়ে হয়ে বাল্যজীবনে কৃষি পরিবারে বিয়ে হওয়ায় কাজকর্ম
তেমন পারতেন না। এ জন্য জায়েরা (ভাসুরের স্ত্রীরা) তাঁকে নিয়ে অনেক ঠাট্রা,অপমান-অপদস্ত করত। শাশুড়ির কাছে নালিশ করে
বকা খাওয়াত। স্বামী-দেবর,পাড়া-পড়শি কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসতো না। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে ১৯৭৫ সালের দিকে
বিষপানে আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। কিন্তু প্রাণে বেঁচে যান। সম্পতির ভাগের অংশ না দিয়েই দুজনকে করে দেওয়া হয়
আলাদা। শুরু হয় কষ্টের জীবন। না খেয়ে দিন পার করেছেন। ১৯৯৮ সালের দিকে বেসরকারি সংস্থা বাঁচতে শেখা থেকে নারী অধিকার
প্রতিষ্ঠা ও স্বাবলম্বী হওয়ার বিষয়ে নানা ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেন। বাবার বাড়ি থেকে কিছু টাকা এনে প্রশিক্ষণকে কাজে
লাগিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন। এখন আর সেই দূরবস্থা নেই। দূর হয়েছে অভাবের সংসার। এক ছেলে এক
মেয়ে,তাদেরও বিয়ে দিয়েছেন। এর মধ্যেই তিনি গ্রামের ভূমিহীন শ্রমজীবি ও প্রান্তিক চাষিবউদের অধিকার আদায়ের
সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেন। সেই সঙ্গে অধিকার বঞ্চিত হিন্দু নারীদের অধিকার সংরক্ষণ এবং নির্যাতিত
মহিলাদের স্বার্থ সংরক্ষণে ছোট ছোট নারী সমিতি গঠন করে নির্যাতিত মহিলাদের সংগঠিত করতে শুরু করেন। সমিতির ৪২
জন সদস্যের মাসে ১০ টাকা সঞ্চয় করে নিজস্ব তহবিল গড়ে তোলা হয়। যা দিয়ে সংগঠনের সদস্যদের আপৎকালীণ সহায়তা দেওয়া
হয়। এছাড়া সমিতির সাপ্তাহিক বৈঠকে আলোচনার মাধ্যমে অধিকার বঞ্চিত নারীদের অধিকারসচেতন করে তোলা হয় এবং
সমিতির ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় নারীদের দুঃখ-দুর্দশা দূর করা হয়। কবিতা বিশ্বাসের প্রচেষ্ঠায় বাকলি ও পাশের পাঁচটি গ্রামের
অশিক্ষিত পিছিয়ে পড়া মেয়েরা এগিয়ে আসতে শুরু করেন।
২০০৫ সালে পাঁচটি গ্রামের সমন্বয়ে গড়ে তোলা হয় জ্যোতি নারী ও শিশু উন্নয়ন নামের একটি সমিতি। সমিতির
মূল কার্যক্রম হচ্ছে বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন,বহুবিবাহ প্রতিরোধ,নারীশিক্ষা উন্নয়ন,সালিস-দরবার,ঝড়েপড়া শিশুদের
স্কুলে ভর্তি করা,গর্ভবতী মেয়েদের স্বাস্থ্যসেবা,হিন্দুবিবাহ রেজিষ্ট্রেশনের দাবিতে আন্দোলন ইত্যাদি।
গ্রামের মহিলারা এখন বুঝেছেন নিজেদের অধিকার প্রতিষ্ঠায় করণীয় সর্ম্পকে। এখন তাঁরা অবলীলায় বলতে পারেন
অধিকারের কথা। নড়াইলের বির্স্তীণ জনপদে তৃণমূল নারীর সচেতনতা ও ক্ষমতায়নের ক্ষেত্রে এক যুগ ধরে তিনি নীরবে কাজ করে
চলেছেন। অশিক্ষা-কুশিক্ষা,সম-অধিকারের বৈষম্যসহ নারী নির্যাতনে ভারাক্রান্ত এই জনপদের নারীরা হয়েছেন সচেতন। ক্ষমতায়ন ও
অংশগ্রহণ শব্দের সঙ্গে পরিচিত। তিনি তৃণমূল পর্যায়ের নারীদের উঠান বৈঠকের মাধ্যমে সংগঠিত করে বুঝতে শিখিয়েছেন
সচেতনতা ও ক্ষমতায়নই বদলে দিতে পারে এলাকার নারীদের ভাগ্য। তাঁর অক্লান্ত প্রচেষ্ঠায় এখন নড়াইল সদর উপজেলার পাঁচটি
ইউনিয়নের নারীরা তাঁদের অধিকার প্রতিষ্ঠায় সচেতন হয়ে উঠেছেন। এতো প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ তিনি ২০১৫
সালে মানবাধিকার ও জয়িতা পুরস্কার পেয়েছেন।
কবিতা বিশ্বাস বলেন,গ্রামের নারীদের অবস্থা ও অবস্থান ছিল ঘরকেন্দ্রিক। নারীরা বাইরে বেরোতে পারতেন না। পরিবার
বা সমাজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের কোনো অংশগ্রহণ ছিল না। নারীদের মানুষ বলে মনে করা হতো না। নারীধর্ষণের

মতো ভয়াবহ ঘটনার নিষ্পত্তি হতো সালিস-বিচারের মাধ্যমে। এক যুগ ধরে নড়াইল সদর উপজেলায় নারী সংগঠনগুলোর উদ্যোগে
৬০টি বাল্যবিবাহ প্রতিরোধ করায় ৬০টি শিশু অকাল বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। জন্মনিবন্ধনেও সহায়তা করছেন
নারীনেত্রীরা।
পারিবারিক কলহ,ভরণপোষণ আদায়সহ অন্যান্য কারণে ৩৫৬ টি নারী নির্যাতনের ঘচনার সুষ্ঠু সমাধান হয়েছে স্থানীয়
সালিস ব্যবস্থায়। এছাড়া বাল্যবিাহ থেকে ৪৬টি বিরত রাখা, ৯৭টি শারীরীক, ৪৯টি মানষিক নির্যাতন বন্ধ,১১টি ইভটিজিং
মীমাংশা, ২২৫টি যৌতুক মুক্ত বিবাহ, নির্যাতিত ৪ জন স্ত্রীর নামে সম্পদ ফিরিয়ে দেওয়া,গত তিন বছরে হিন্দুবিবাহ
রেজিস্ট্রেশনের দাবিতে আন্দোলন গড়ে তোলা,চিত্রা নদীর ফেরিঘাটের ওপর সেতু নির্মাণসহ বিভিন্ন সামাজিক কাজে
অংশগ্রহণ করেছেন এ সংগঠগুলোর নারীনেত্রীরা।
তিনি বলেন,এ ক্ষেত্রে বাঁচতে শেখার সমাজকর্মী ড,অ্যাঞ্জেলা গোমেজ তাঁর অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ান। তাঁর
অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় এবং নড়াইলের প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিশেষ করে পুলিশ সুপার সরদার রকিবুল
ইসলাম এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিচুর রহমানের সার্বিক সহযোগিতা কবিতা বিশ্বাস বিশ্বাস করেন,এই
কাজ যে শুধু কাজ নয়,এ যে সংগ্রাম।