নরসিংদী রায়পুরায় শিক্ষার্থীদের মাঝে তুর্কির রাষ্ট্রদূতের কম্পিউটার-প্রজেক্টর স্কুলব্যাগ সহ শিক্ষা সামগ্রী প্রদান

নরসিংদী রায়পুরায় শিক্ষার্থীদের মাঝে তুর্কির রাষ্ট্রদূতের কম্পিউটার-প্রজেক্টর স্কুলব্যাগ সহ শিক্ষা সামগ্রী প্রদান

শেয়ার করুন

Screenshot (420)

|| নরসিংদী প্রতিনিধি || 

নরসিংদী রায়পুরায় শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রজেক্টর স্কুলব্যাগ চেয়ার-টেবিলসহ বিভিন্নশিক্ষা সামগ্রী প্রদান করেছে তুর্কির রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরাণ। বুধবার বিকেলে রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজ নগর গ্রামের সিরাজ নগর উম্মুলকুরা ফাযিল ডিগ্রী মাদ্রাসায় এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন ।

এসময় তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব কার্যক্রমের উদ্বোধন করেন। পরে রাষ্ট্রদুত মাদ্রাসার বিভিন্ন ক্লাসরুম পরিদর্শণ করেন। এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন রাষ্ট্রদুত। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তুর্কির রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরাণ। এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন টিকা বাংলাদেশ কোঅর্ডিনেটর ডক্টর ইসমাইল গুনদুগদু।

সিরাজ নগর উম্মুল কুরা ফাজিল ডিগ্রী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম মক্কি’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নিবার্হী কর্মকর্তা আজগর হোসেন, রায়পুরা মাধ্যমিক শিক্ষা অফিসার সামাল গির আলম,আদিয়াবাদ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সাখাওয়াত হোসেন মিয়া, গভর্নিং বডির সদস্য ডাঃ ওসামা বিন নুর। অনুষ্ঠান স ালনা করেন ডা. আছি উদ্দিন আহমদ।
তুর্কির রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরাণ বলেন,শিক্ষার্থীদের জীবন এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই। তাই প্রত্যেককে সঠিক ভাবে শিক্ষা গ্রহন করে জীবন সাজানোর আহবান করেন। এসময় তিনি মাদ্রাসার ভূয়সী প্রসংসা করেন।