দুই সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই

দুই সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই

শেয়ার করুন

বিএসএফএটিএন টাইমস ডেস্ক:

কুড়িগ্রামের রৌমারী ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন।

ভোরে কুড়িগ্রামের রৌমারী গয়টাপাড়া সীমান্তে গরু আনতে যায় রৌমারীর ফকিরপাড়া গ্রামের দুখু মিয়া। এ সময় ভারতের ঝালই বিএসএফ ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই দুখু মিয়ার মৃত্যু হয়।

এদিকে, ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে জসিম মন্ডল নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা এলাকায়।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের লে. কর্নেল তাজুল জানান, বৃহস্পতিবার রাতে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায় জসিম। এ সময় বিএসএফের গুলিতে প্রাণ হারায় সে। দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।