দিনাজপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিমউদ্দীনের করোনা হয়নি

দিনাজপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিমউদ্দীনের করোনা হয়নি

শেয়ার করুন

 

PIO Dinajpur
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন

।। হুমায়ুন কবীর, দিনাজপুর ।।

দিনাজপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ
জসিমউদ্দীনের করোনা হয়েছে। দুঃখিত, না তাঁর করোনা হয়নি। করোনা হয়েছে বলে
তিনি জোকস করেছেন। ্কী অদ্ভূত, একজন সরকারী কর্মকর্তা করোনার মতো
স্পর্শকাতর বিষয় নিয়ে জোকস করেছেন! কিন্তু কেন? এই প্রশ্ন ঘুরে ফিরছে
দিনাজপুরের সাংবাদিকদের মাঝে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের জন্য যে আশ্রয়ন প্রকল্প
সারাদেশে বাস্তবায়ন করছেন, তা দেশ তথা বিশ্বব্যাপী প্রশংসিত একটি উদ্যোগ। এ
যুগান্তকারী কার্যক্রম দিনাজপুর সদর উপজেলায় বাস্তবায়ন করেছে সদর উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বাস্তবায়নকৃত
প্রকল্পগুলোর অনেক দূর্নীতির খবর প্রকাশিত হতে শুরু করেছে। যেগুলোতে নিম্নমানের
কাজ হয়েছে এবং কিছু কিছু ঘর-বাড়ীতে ফাটল দেখা দিয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ
হাসিনার গোচরে আসলে তাঁর কার্যালয় থেকে তদন্ত টীম দেশের বিভিন্ন স্থানে
প্রেরণ করা হয়।

দিনাজপুরের প্রকল্পের ব্যাপার খোঁজ খবর
জানতে চাইলে পিআইও জসিম একেবারে তা এড়িয়ে যাচ্ছেন। এ বিষয়ে তিনি
কোন কথা বলতে বা তথ্য দিতেও বাধ্য নন বলেও সাংবাদিকদের সাফ জানিয়ে দেন।
কিন্তু কেন? যদি কোন দূর্নীতি না হয়, বা কাজগুলো নিম্নমানের না হয়ে
সঠিকভাবে করা হলে জসিমের ভয়টা কোথায়? যখনই তাঁকে আশ্রয়ন প্রকল্পের
ব্যাপারে কথা বলতে চাওয়া হয়, তখনই তাঁর করোনা হয়েছে বলে সাংবাদিকদের তার
কাছে যেতে বারণ করছেন। আবার তিনি করোনা অবস্থায় বিভিন্ন গুরুত্বপূর্ণ
সরকারি অনুষ্ঠানাদিতে যোগ দিচ্ছেন। যেসব অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ
ইকবালুর রহিম এমপিসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন পদস্থ সরকারী-
বেসরকারী কর্মকর্তাগণ উপস্থিত থাকছেন।

গত ৭ জুলাই রবিদাস ও হিজরা সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে উল্লেখিত নেতৃবৃন্দের
সাথে এক মঞ্চে থেকে মঞ্চ হতে নেমে এসে সাংবাদিকদের মুখোমুখি হতেই তাঁর
করোনা হয়েছে বলে দ্রুত স্থান ত্যাগ করেন। আশ্চার্যজনক এ বিষয় নিয়ে
সাংবাদিকগণ তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, না তাঁর
করোনা হয়নি। এটি তিনি জোকস করেছেন।