তিন জেলায় বন্দুকযুদ্ধে নিহত তিন

তিন জেলায় বন্দুকযুদ্ধে নিহত তিন

শেয়ার করুন

বন্দুকযুদ্ধ gunfight-atn-timesএটিএন টাইমস ডেস্ক :

কুমিল্লা, সাতক্ষীরা ও বরগুনায় আইনশৃংখলা বাহিনী সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ৩ জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার গভীররাতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব এবং বিজিবির টহল টিম কুমিল্লার কাপ্তানবাজার গোমতী নদীর বেরিবাধ এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাব-বিজিবি’র সঙ্গে মাদক ব্যবসায়ীদের কথিত বন্দুকযুদ্ধ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান চিহ্নিত মাদক ব্যবসায়ী সহিদুল হক সবু। তার বিরুদ্ধে মাদকের ২০টিসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আন্ত:জেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের হোতা রেজাউল ইসলাম নিহত হয়েছে।এ সময় ঘটনাস’ল থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

এদিকে ভোরে বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদের মাঝের চরে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দস্যু কাজল বাহিনীর প্রধান কাজল নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়।