টিউবওয়েলের পাইপ দিয়ে নির্গত হচ্ছে গ্যাস, ২ দিন ধরে জ্বলছে আগুন

টিউবওয়েলের পাইপ দিয়ে নির্গত হচ্ছে গ্যাস, ২ দিন ধরে জ্বলছে আগুন

শেয়ার করুন

Rangamati gas pic-25-08-16
রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের যৌথ খামার পাড়া নামক এক পাহাড়ি গ্রামে ডিপ টিউবওয়েলের পাইপ দিয়ে গ্যাস নির্গত হচ্ছে। গত দুদিন ধরে পাইপ দিয়ে বের হয়ে আসা গ্যাসে জ্বলছে আগুন। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, যৌথ খামার পাড়ার পাহাড়ি গ্রামের মানুষের খাবার পানির সংকট নিরসনের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে একটি ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ চলছিলো।

টিউবওয়েলের পাইপ কয়েকশ ফিট গভীরে যাওয়ার পর গ্যাস জাতীয় পদার্থ বের হয়ে আসতে থাকে এবং তাতে আগুন দেয়া হলে সাথে সাথে জ্বলে উঠে। স্থাপিত এ টিউবওয়েল দিয়ে লবণাক্ত পানি বের হচ্ছে বলেও স্থানীয়রা জানান।

এদিকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি পরীক্ষার জন্য পেট্রো বাংলাকে এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়কে জানানো হবে।