টাঙ্গাইলে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

টাঙ্গাইলে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

শেয়ার করুন
IMG20210705141306_01
।। মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল ।।
টাঙ্গাইলে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর সদস্যরা।
আজ সোমবার (৫ জুলাই) দুপুরে ১৯ পদাধিক ডিভিশন ঘাটাইল এরিয়ার উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলা, মির্জাপুর ও দেলদুয়ার উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
৩৬ ই বেংগল এবং ৩৭ এডি রেজিমেন্ট আর্টিলারি ও ৯৮ সংমিশ্রিত বিগ্রেড কর্তৃক নিজস্ব বরাদ্দ হতে সঞ্চিত চাল, ডাল, আটা, তেল, চিনি ও সাবান অসহায়, দুঃস্থ্য মানুষের মাঝে বিতরণ করা হয়।

টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলায় ক্যাপ্টেন অমিত আলম এবং দেলদুয়ার উপজেলায় ক্যাপ্টেন ইসতিয়াক আহমেদের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।