চার জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

চার জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

শেয়ার করুন

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

দেশের কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দিনের পর দিন পানিবন্দি থেকে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

ধরলার পানি বেড়ে কুড়িগ্রামে বন্যায় ভাসছে ৯ উপজেলার সাড়ে ৪ লাখ মানুষ। জেলাজুড়ে বন্ধ করে দেয়া হয়েছে ২শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। পানিতে ডুবে গেছে আমন বীজতলা, পাট ও সবজি ক্ষেতসহ বিভিন্ন ফসলের মাঠ।  সদর উপজেলার কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে পানি ওঠায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।

তিস্তা, ধরলা ও গিদারী নদীর পানি বেড়ে লালমনিরহাট জেলার ৪টি উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।  দুর্ভোগ পোহাচ্ছেন দেড় লক্ষাধিক মানুষ।

উজানের পাহাড়ী ঢল ও টানা বর্ষণে জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।  জেলার ইসলামপুর,  দেওয়ানগঞ্জ,  মাদারগঞ্জ,  সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলার লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি।মেলান্দহ-মাহমুদপুর সড়কের কজওয়ে ডুবে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

যমুনার পানি আরো বাড়ায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। জেলা সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের  শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে রয়েছে কয়েক দিন ধরেই।