চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ তিন

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ তিন

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। ২ ঘন্টা ধরে সংঘর্ষ চলে।

শিক্ষার্থীরা জানায়, নগর যুবলীগ নেতা টিনুর অনুসারী ছাত্রলীগ কর্মীরা কলেজে মানববন্ধন করছিল। এসময় হামলা চালায় নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনির অনুসারীরা।

পরে রনির অনুসারীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাসের ভিতরে অবরুদ্ধ করে রাখে টিনুর অনুসারীরা। এসময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয় ৩ জন।

পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধরা হলেন বাপ্পী,  জীবন ও ইমাম। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুবলীগ নেতা টিনু প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল বিএসসি সমর্থিত ও ছাত্রলীগ নেতা রনি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সমর্থিত।