চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা

শেয়ার করুন

boishakhi_1530502425চট্টগ্রাম প্রতিনিধি :

ভুল চিকিৎসায় শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এই জরিমানা করেন।

নগরের মেহেদিবাগের বেসরকারি এই হাসপাতালে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযান চলে। অভিযানে সহযোগিতা দেন ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ডা. দেওয়ান মো. মেহেদি হাসান, ওষুধ প্রশাসন চট্টগ্রামের তত্ত্বাবধায়ক গুলশান জাহান।

অভিযানকালে হাসপাতালটির ল্যাব, ফার্মেসিসহ বিভিন্ন বিভাগে ব্যাপক অনিয়ম পায় ভ্রাম্যমাণ আদালত। এদিকে, এ ঘটনায় চট্টগ্রামের বেসরকারি হাসাপাতালগুোতে চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা দিয়েছে মালিকরা। তবে আইন লঙ্ঘন করে এ ধরনের স্বাস্থসেবা বন্ধের সিদ্ধান্ত নিলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।