‘২০ হাজার গৃহহীন মানুষকে পুনর্বাসন করা হবে’

‘২০ হাজার গৃহহীন মানুষকে পুনর্বাসন করা হবে’

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন লক্ষ্মীপুরের মেঘনা উপকূলীয় প্রায় ২০ হাজার নদী ভাঙ্গা গৃহহীন মানুষকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে।

বুধবার দুপুরে রামগতি ও কমলনগরে নদী তীর সংরক্ষন কাজ পরিদর্শনে এসে এ আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন ২০ হাজার লোককে পুনর্বাসন করা খুবই কষ্ট সাধ্য বিষয়, তবুও সরকারের সদিচ্ছায় চরাঞ্চলের খাস জমিগুলো জেলা প্রশাসকের মাধ্যমে ভুমিহীনদের বরাদ্ধ দেয়ার পরিকল্পনা রয়েছে। পরে কমলগরে জিও ব্যাগ ফেলে সাড়ে ৪ কিলোমিটার নদী ভাঙ্গন বাঁধের কাজ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জাফর আহমদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবির, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌদুরী, পুলিশ সুপার আ.স.ম. মাহাতাব উদ্দিনসহ আরও অনেকে।