গাজীপুরের মেয়র নিজ তহবিল থেকে গার্মেন্টস শ্রমিকদের ৩ কোটি টাকা দিলেন

গাজীপুরের মেয়র নিজ তহবিল থেকে গার্মেন্টস শ্রমিকদের ৩ কোটি টাকা দিলেন

শেয়ার করুন
Meyor_gazipur
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মো জাহাঙ্গীর আলম।
https://youtu.be/GcbKyoTKNc0
।। মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর ।।
অবশেষে মধ্যরাতের পর, বেতন-বোনাসের দাবিতে আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকদের পাশে এসে দাঁড়ালেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মো জাহাঙ্গীর আলম। তিনি গতকাল রাত দেড়টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের তিন সড়ক এলাকায়  স্টাইল ক্রাফট নামক পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকদের মাঝে উপস্থিত হন এবং তাদের দাবি-দাওয়ার কথা কথা শোনেন।  পরে মেয়র নিজ তহবিল থেকে প্রায় তিন কোটি টাকা দিয়ে সাড়ে চার হাজার শ্রমিকের আংশিক বেতন ও বোনাস প্রদান করে তাদের ঈদে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন।  এ সময় মেয়র শ্রমিকদের সাথে মতবিনিময়কালে বলেন  মালিক এবং শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক না থাকার কারণে আজকে এই কারখানার দুর্দশা দেখা দিয়েছে যেকোনো মুহূর্তে হতে কারখানাটি বন্ধ হয়ে যাচ্ছে।
 গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান দীর্ঘ এক বছর যাবত এই কারখানায়  বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে আসছিল বিশেষ করে ঈদের সময় তাদের বেতন বোনাস নিয়ে আন্দোলন তীব্র হয়ে ওঠে। বেতন-বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে মালিক আত্মগোপনে থাকায় পরবর্তীতে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এর শরনাপন্ন হলে তিনি  রাত আনুমানিক দেড়টার দিকে কারখানায় শ্রমিকদের পাশে এসে দাঁড়ান এবং বেতন-বোনাসের ব্যবস্থা করার পর তাদেরকে ঈদে বাড়ি ফেরার পাঠানোর ব্যবস্থা করেন। এর আগেও মেয়র তিন দফায় প্রায় ১২ কোটি টাকা শ্রমিকদেরকে বেতন বোনাস হিসেবে প্রদান করেছেন।