খুলনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত ২২২ জন, শনাক্তের হার ৩২

খুলনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত ২২২ জন, শনাক্তের হার ৩২

শেয়ার করুন

খুলনায় বিধি-নিষেধেও নিয়ন্ত্রণ হচ্ছে না ।।  একদিনে সর্বোচ্চ শনাক্ত ২২২ জন, শনাক্তের হার ৩২
করোনা হাসপাতাল ১৩০ শয্যায় উন্নতি

corona-khulna_1-1

ছবি-এটিএন টাইমস

।। আতিয়ার রহমান,খুলনা ।।
খুলনায় বিধিনিষেধেও দাপট কমছেই না করোনার। দিনকে দিন করোনাভাইরাস আক্রান্ত রোগীর
সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে করোনা ও উপসর্গে মৃত্যুর সংখ্যাও। খুলনায় প্রায়দিনই
করোনা শনাক্তের রেকড গড়ছে। গত দুইদিনে খুলনা জেলায় করোনা সর্বোচ্চ শনাক্ত হয়েছে ২২২ জন।
শনাক্তের হার ৩২। এর মধ্যে নগরীতে শনাক্ত হয় ১৫০ জন। বাকীগুলো ৯ উপজেলাতে শনাক্ত। এর মধ্যে তেরখাদায়
একজন বাসিন্দা করোনায় মারা যায়।
এর আগের দিন শনাক্ত হয় ১৬৬ জন, মৃত্যু ছিলো ২ জন। এদিকে গত বুধবার খুলনা মেডিকেল কলেজ
হাসপাতাল সংলগ্ন ডেডিকেটেড করোনা হাসপাতাল ১শ’ শয্যার থেকে ১৩০ শয্যায় উন্নতিকরন
করা হয়েছে। শয্যা সংখ্যা বাড়ালেও রোগী চাপ বেড়ে যাওয়ায় ফ্লোরে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪
ঘন্টায় ওই হাসপাতালে ভর্তি ছিলো ১৩৯ জন। করোনা ও উপসর্গে মারা যায় ৯ জন। সংশ্লিষ্ট সূত্রে
এ তথ্য পাওয়া গেছে।
খুলনা সিভিল সার্জন দপ্তরের সূত্র মতে, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত
দুইদিনে খুলনা মহানগরীসহ ৯ উপজেলায় নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয় ২২২ জন। এর মধ্যে
পুরুষ ছিলো ১৪৯ জন এবং মহিলা ছিলো ৭৩ জন। এ সময়ে মারা যায় একজন, তেরখাদার বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে নগরীতেই রয়েছে ১৫০ জন। এছাড়া খুলনার ৯ উপজেলার দাকোপে করোনা শনাক্ত হয় ৯
জন, বটিয়াঘাটায়-৪ জন, রূপসায়-৯ জন, তেরখাদায়-৪ জন, দিঘলিয়ায়-৭ জন, ফুলতলায়-২১ জন,
ডুমুরিয়ায়-১ জন, পাইকগাছায়-১৪ এবং কয়রায় ৩ জন করোনায় আক্রান্ত হয়। এ পর্যন্ত খুলনা জেলায়
করোনাভাইরাস শনাক্ত হয় ১২ হাজার ৪৫ জন এবং মারা যায় ২০১ জন।
সর্বশেষ গত বুধবার রাতে খুলনার করোনা হাসপাতালে মৃত্যুবরণকারীরা হলেন, পাইকগাছা উপজেলার
আবুল কাশেম (৭৩), রূপসা উপজেলার কাজদিয়ার ইদ্রিস আলী গাজী (৬০), যশোরের অভয়নগরের
বিষ্ণুদত্ত (৫৬) ও সাতক্ষীরার আশাশুনির ফরহাদ হোসেন বাবলু (৪২)।
এদিকেম খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের সূত্র মতে, গত বুধবাার সকাল ৮টা পর্যন্ত
খুলনা বিভাগের ১০ জেলায় গত একদিনে শনাক্ত হয় ৮১৮ জন। মারা যায় ১০ জন। সর্বোচ্চ শনাক্ত হয়েছে
খুলনা ও যশোর জেলায়। এর মধ্যে খুলনা জেলায় শনাক্ত হয় ২২২ জন, মৃত্যু ১ এবং যশোরে শনাক্ত ২০৪ জন,
মৃত্যু ৩ জন। এছাড়া বাগেরহাটে শনাক্ত ৭৬, মৃত্যু ৪, চুয়াডাঙ্গায় শনাক্ত ১৬, ঝিনাইদহে শনাক্ত ৪৩
জন, কুষ্টিয়ায় শনাক্ত ৯৮ জন, মৃত্যু ১, মাগুরায় শনাক্ত ২ জন, মেহেরপুরে শনাক্ত ৪১ জন, মৃত্যু ১,
নড়াইলে শনাক্ত ১৬ ও সাতক্ষীরায় শনাক্ত ১০০ জন। এ পর্যন্ত বিভাগে মোট শনাক্ত হয় ৪১ হাজার ৮৪৬ জন
এবং মারা যায় ৭৪৯ জন।
জেলা করেনাভাইরাস সংক্রমন প্রতিরোধ ও ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী খুলনা জেলা ও
মহানগরীতে ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বিধি-নিষেধ আরোপ করে।
খুলনার জেলা প্রশাসক এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল
হোসেন এক গণবিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানান। গত ১২ জুন প্রেরণ করা গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা
হয়, খুলনায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত
দোকানপাট, মার্কেট, শপিংমল ও হোটেলসমূহ খোলা থাকবে। তবে মার্কেটের প্রবেশদ্বারে হ্যান্ড
স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থ্য রাখতে হবে। ‘স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যু ঝুঁকি আছে’
এই সতর্কবাণী অবশ্যই দৃশ্যমান স্থানে রাখতে হবে। দোকানসমূহে ক্রেতা ও বিক্রেতাদের অবশ্যই
মাস্ক পরিধান করতে হবে এবং দুই জনের মধ্যে তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। হোটেল-
রেস্তোরা গুলো পার্সেলকৃত/প্যাকেটজাত খাবার সরবরাহ করতে পারবে।
ঔষধের দোকান সার্বক্ষনিক খোলা রাখা যাবে। কেসিসি সন্ধ্যা বাজার ও সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড
সংলগ্ন পাইকারী কাঁচাবাজার রাত নয়টা পর্যন্ত খোলা রাখা যাবে। বেবী ট্যাক্সি ও ব্যাটারিচালিত
অটো রিক্সাসহ সকল ধরণের যানবাহনে অর্ধেকের বেশি যাত্রী বহন করতে পারবে না। যানবাহনের
চালকসহ প্রত্যেক যাত্রীদের অবশ্যই মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এছাড়া
পাইকগাছা উপজেলার পৌরসভা এলাকার ক্ষেত্রে গত ৯ জুন তারিখে জারীকৃত বিধি-নিষেধসমূহ
বলবৎ থাকবে। উক্ত বিধি-নিষেধ খুলনা জেলা ও মহানগরের সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে মেনে চলার
অনুরোধ করা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগেও
নগরীর কয়েকটি থানা ও উপজেলাগুলোতেও বিধি-নিষেধ আরোপ করা হয়েছিলো। ওই সব বিধি-নিষেধ
আরোপ করার শর্তেও খুলনায় করোনার দাপট কমছেই না।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। আজ বৃহসতিবার করোনা

হাসপাতালে গিয়ে দেখা গেছে, দিনকে দিন করোনা হাসপাতালে রোগীর চাপ যেমন বাড়ছে,
তেমনি করোনার পরীক্ষার লাইনও দীর্ঘ হচ্ছে। লাইনে মধ্যেও মানুষের মধ্যে দুরত্বের কোন বালাই লক্ষ্য করা
যায়নি। একই চিত্র নগরীর বিভিন্ন হাট-বাজার ও পাড়া মহল্লাগুলোতেও।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরওএমও ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: সুহাস রঞ্জন
হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতাল ১শ’ শয্যা থেকে ১৩০ শয্যা উন্নতি করা হয়েছে।
তারপরেও গত ২৪ ঘন্টায় রোগীর ভর্তি ছিলো ১৩৯ জন। এ সময়ে মারা যায় করোনায় ৫ জন ও
উপসর্গে ৪ জন। নতুন করে ভর্তি হয় ৩৯ জন। এর মধ্যে রেডজোনে ২৬ জন এবং ইয়োলো জোনে ১৮
জন। আইসিইউতে ভর্তি ছিলো ২০ জন। আরএমও বলেন, খুলনা জেলায় মোট ২শ” শয্যা করোনা
ইউনিট চালু হবে। বাকী করোনার ৭০ শয্যা সদর হাসপাতালে হচ্ছে। সদর হাসপাতালে ভর্তিরোগীদের
খুমেক হাসপাতালে রেফার্ড করবে। সেই সাথে সাধারন রোগীদেরও চিকিৎসা দেওয়া হবে।