কুড়িগ্রামে শক্তিশালী ভূকম্পন অনুভূত

কুড়িগ্রামে শক্তিশালী ভূকম্পন অনুভূত

শেয়ার করুন

vector-warning-earthquake-disaster-sign-260nw-276063572


প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট, কুড়িগ্রাম: কুড়িগ্রামে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। ২৮ এপ্রিল বুধবার সকাল ৮টা ২২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
এর উৎপত্তি স্থল ও আশপাশে ভূমিকম্পন পরিমাপের মাত্রা ছিল ৬ রিখটার স্কেলে। কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পন চলাকালিন সময়ে মানুষজন আতংকগ্রস্থ হয়ে পরে। অনেকে ঘর থেকে বাইরে বেড়িয়ে আসে। এ ব্যাপারে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার
জানান, এটি একটি শক্তিশালী ভূকম্পন। যার উৎপত্তিস্থল পাশর্^বর্তী দেশ ভারতের আসাম রাজ্যের শোণিতপূর জেলায়। ঢাকা আগরতলা আবহাওয়া অফিস থেকে যার দূরত্ব ৩৯৭ কিলোমিটার। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির
কোন খবর পাওয়া যায়নি।