কুষ্টিয়া ও মিরপুর পৌর এলাকায় চলছে ৭ দিনের কঠোর বিধি-নিষেধ

কুষ্টিয়া ও মিরপুর পৌর এলাকায় চলছে ৭ দিনের কঠোর বিধি-নিষেধ

শেয়ার করুন

কুষ্টিয়া ও মিরপুর পৌর এলাকায় চলছে ৭ দিনের কঠোর বিধি-নিষেধ
২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৫৬ জন করোনা শনাক্ত : মৃত্যু-৪

Kushtia pic

ছবি : কুষ্টিয়া ও মিরপুর পৌর এলাকার কঠোর বিধি নিষেধ চলাকালে।

।। শরীফুল ইসলাম, কুষ্টিয়া ।।

সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় ৩৯৯ জনের নমুনা পরিক্ষা করে ১৫৬ জনের
দেহে করোনা শনাক্ত হয়েছে। কুষ্টিয়াতে সর্বোচ্চ করোনা শনাক্ত। শনাক্তের হার ৪০ শতাংশ
এবং করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের।
এদিকে, কুষ্টিয়া পৌর এলাকায় চলমান ৭ দিনের কঠোর বিধি নিষেধ শেষ হচ্ছে আজ
মধ্যেরাতে। আর কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকায় ৭দিনের কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিন
চলছে।
জেলায় করোনা সংক্রমন প্রতিদিনই আশংকাজনকহারে বৃদ্ধি পেলেও নিয়ন্ত্রন করা যাচ্ছে না
মানুষের চলাচল। স্বাস্থবিধি মানছে না মানুষ।
তবে শহরে প্রবেশ মুখে সড়কে বাশঁ বেধে চলাচল নিয়ন্ত্রন করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে
পুলিশ।