কুষ্টিয়ায় গৃহবধু ও যুবক হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদন্ড ও ৭...

কুষ্টিয়ায় গৃহবধু ও যুবক হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদন্ড ও ৭ জনের যাবজ্জীবন

শেয়ার করুন

শরীফুল ইসলাম কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় গৃহবধু ও যুবক হত্যা পৃথক দুই মামলায় এক যুবকের মৃত্যুদন্ড এবং অপর ৭জনের যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থ দন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে যুবক হত্যা মামলায় এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান আসামীর উপস্থিতিতে গৃহবধু হত্যা মামলার রায় ঘোষনা করেন। গৃহবধু হত্যাকান্ডের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মিরপুর উপজেলার বালিয়া শিশা গ্রামের সাদেক আলী মন্ডলের ছেলে আজাদ মন্ডল ওরফে আজাদ সাহেব (৩৫)। অপরদিকে যুবক হত্যার দায়ে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামীরা একই উপজেলার কবরবাড়িয়া গ্রামের জামাল প্রামানিক, আতর আলী, জামান হোসেন, আসাদুল মোল্লা, মেহের আলী মালিথা এবং সাতগাছি গ্রামের রুবেল মালিথা ওরফে রিবেল ওরফে রেবেল এবং আসলাম মালিথা।
আদালত সূত্রে জানায়, ২০১৬ সালের ১৮ মে, রাত সাড়ে ৩টার দিকে গৃহবধু কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের আলী হোসেনের কন্যা তুলি খাতুন (১৬)কে যৌতুক দাবিতে স্বামী মিরপুর উপজেলার বালিয়া শিশা গ্রামের সাদেক আলী মন্ডলের পূত্র আজাদ মন্ডল ওরফে আজাদ সাহেব পরিবারের লোকজনদের সহযোগিতায় নির্যাতন চালিয়ে হত্যা শেষে গলায় রশি বেধে বাড়ির পার্শ্ববর্তী আমগাছে ঝুলিয়ে রাখে। এঘটনায় নিহতের পিতা বাদি হয়ে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে  নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইন-২০০০ এর দ:বি: ১১১(ক)/৩০ ধারায় আসামী আজাদ মন্ডলের বিরুদ্ধে অভিযোগ এনে ২০১৬ সালের ১৬অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।
এছাড়া পি, ডব্লিউ-১ এর কর্মচারী আতর আলীর এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ০৭জুন সকাল সাড়ে ৬টায় ছোট ভাই ডাবলুকে উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাত ও গলা কেটে হত্যা শেষে জিকে ক্যানেল সংলগ্ন পাড়ে ফেলে রেখে যায়। নিহত যুবক ডাবলু হত্যার অভিযোগ এনে বড় ভাই আতর আলী বাদি হয়ে মিরপুর থানায় দায়েরকৃত হত্যা মামলাটি তদন্ত শেষে ২০১২ সালের ১৪মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সেখানে আসামীদের বিরুদ্ধে দ:বি: ৩০২/৩৪ধারায় অভিযোগ আনীত হয়।
কুষ্টিয়া জজ কোর্টের সকরারী কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, মিরপুর থানয় দায়েরকৃত মামলায় যুবক হত্যার দায়ে ৮জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পূর্বক দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে ৭জন আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমান হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকের ২০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সাথে আসামী তুফানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানতি না হওয়ায় তাকে বে-কশুর খালাস দিয়েছেন আদালত।
এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কৌশুলী আকরাম হোসেন দুলাল জানান, গৃহবধু তুলি খাতুন হত্যার দায়ে মিরপুর থানায় দায়েরকৃত মামলায় আসামী আজাদ মন্ডল ওরফে আজাদ সাহেবর বিরুদ্ধে আনীত অভিযোগে দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত তার মৃত্যুদন্ডাদেশসহ এক লক্ষ টাকা জরিমানা আদেশ দিয়েছেন।