কুমিল্লায় পাল্টাপাল্টি হামলায় ২ যুবক নিহত

কুমিল্লায় পাল্টাপাল্টি হামলায় ২ যুবক নিহত

শেয়ার করুন

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সদর উপজেলায় কবরস্থানের সংস্কার কাজের জের ধরে সংঘর্ষে রাসেল(২৬) নামের এক যুবক নিহতের ঘটনায় পাল্টা হামলায় প্রতিপক্ষের আরেকজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বারপাড়ার কবরস্থানটি সংস্কারের জন্য দাবি জানালে বাদ সাধে স্থানীয় এক ব্যক্তি। এনিয়ে এলাকায় বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় বারপাড়া ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্থানীয় সাজু মেম্বারের নেতৃত্বে ৩৫-৪০ জনের একদল সন্ত্রাসী প্রতিপক্ষের উপর হামলা চালায়।

এসময় বারপাড়া এলাকার মৃত সাদেক মিয়া সরদারের ছেলে রাসেলকে কুপিয়ে  ময়নামতি মেডিকেল কলেজের সামনে নিয়ে বুকে গুলি করে। স্থানীয়রা আহত রাসেলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে।

এদিকে রাসেলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজন প্রতিপক্ষের একই এলাকার আবদুস সালামের ছেলে হানিফকে(৩৫) কুপিয়ে আহত করে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১২টায় তার মৃত্যু হয়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবদুর রব জানান,পাল্টাপাল্টি হামলায় দুই যুবক নিহত হয়েছেন। এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।