কিশোরগঞ্জে তিনদিন ধরে আরটিপিসিআর মেশিন নষ্ট, বন্ধ রয়েছে করোনা পরীক্ষা

কিশোরগঞ্জে তিনদিন ধরে আরটিপিসিআর মেশিন নষ্ট, বন্ধ রয়েছে করোনা পরীক্ষা

শেয়ার করুন

Syed Nazrul (1)
।। শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ
হাসপাতালের আরটিপিসিআর মেশিনটি গত তিন দিন ধরে নষ্ট
হয়ে আছে। এ অবস্থায় করোনার নমুনা পরীক্ষার কাজ বন্ধ রয়েছে। যার ফলে
করোনার উপসর্গ থাকা রোগীরা দুশ্চিন্তায় রয়েছেন। তারা নিশ্চিত
হতে পারছেন না, তাদের করোনা রয়েছে কি-না।
গতকাল রবিবার দুপুরে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, গত বৃহস্পতিবার থেকে হাসপাতালের ল্যাবের
আরটিপিসিআর মেশিনটি হঠাৎ নষ্ট হয়ে যায়। সেটি আর কাজ
করছে না। এরপর থেকে করোনার উপসর্গ নিয়ে আসা রোগীদের
নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। মেশিনটি নষ্ট হয়ে যাওয়ায় গত
কয়েকদিনে প্রায় নয় শতাধিক নমুনা জমাপড়েছে। তবে আজ থেকে
করোনা পরীক্ষার নমুনাগুলো পরীক্ষার জন্য নমুনাগুলো রাজধানী ঢাকার
বিভিন্ন ল্যাবে পাঠানো হচ্ছে । কিন্তু জেলার অন্যান্য নউপজেলার
স্বাস্থ্যকমপ্লেক্স রেপিডএন্টিজেনের মাধ্যমে করোনা উপসর্গ নিয়ে
আসা রোগীদের কোভিড-১৯ টেস্ট করা হচ্ছে।
এ বিষয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ
ডা.নজরুল ইসলাম জানান, আরটিপিসিআর মেশিনটি যেখান থেকে
সরবরাহ দেওয়া হয়েছে তারা এরই মধ্যে প্রকৌশলী
পাঠিয়েছে। মেশিনটি মেরামত করার জন্যে কাজ চলছে।
প্রসঙ্গত করোনা পরিস্থিতি শুরু হলে গত বছরের ৩১ মে এ হাসপাতালে
রিয়েল টাইম পলিমারেসচেইন রি-অ্যাকশন (আরটিপিসিআর) ল্যাব
স্থাপন করা হয়। এখান থেকে প্রতিদিন দুই শিফটে ১৮৮টি নমুনা
পরীক্ষা করা হতো।