কালিয়াকৈর পৌর এলাকায় জলাবদ্ধতা, সামান্য বৃষ্টিতেই জনদুর্ভোগ

কালিয়াকৈর পৌর এলাকায় জলাবদ্ধতা, সামান্য বৃষ্টিতেই জনদুর্ভোগ

শেয়ার করুন
FB_IMG_1622546809604
ছবি – এটিএন টাইমস
।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর ।।
তীব্র গরমে অতিষ্ঠ কালিয়াকৈরবাসী,এরইমধ্যে হঠাৎ করে গত সোমবার (৩১মে) মধ্যরাত থেকে তপ্ত আকাশে মেঘের ভেলা ভাসিয়ে পুরো কালিয়াকৈর এলাকা জুড়ে নেমে আসে শীতল হাওয়া ও বৃষ্টি বর্ষিত হওয়া শুরু করে।আর এই বৃষ্টি যেন কালিয়াকৈর পৌর এলাকার জন্য আশীর্বাদের পরিবর্তে জনদুর্ভোগে পরিণত হয়েছে।
কালিয়াকৈরে ভারী বর্ষণে পৌর এলাকার বিভিন্ন স্থান জলমগ্ন হয়ে পড়েছে।শহরের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে।এর ফলে দুর্ভোগে পড়েছে দিনমজুর ও ব্যবসায়ীরা।বাড়িগুলোতে পানি ঢুকে পড়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে।শহরের বিভিন্ন স্থান ও আবাসিক এলাকায় বাসা বাড়ির সামনে হাঁটু পানি জমে আছে।
কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি এলাকায় সরেজমিনে দেখা গেছে,কয়েকটি আবাসিক বাসার ভিতরে পানি প্রবেশ করেছে এমতাবস্থায় ভুক্তভোগীরা পড়েছে চরম বিপাকে।বৃষ্টির পানিতে ভিজে অনেক জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।জলাবদ্ধতার জন্য নিম্নমানের ড্রেনেজ ব্যবস্থা,নদী-খাল দখল ও প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা।সামান্য বৃষ্টি হলেই চরম দূর্ভোগে পরে কালিয়াকৈর পৌর এলাকার বিভিন্ন স্থানের জনসাধারণ।পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এই অচলাবস্থা চলছে।
পৌর এলাকার হরিণহাটি ও বিশ্বাস পাড়া মহল্লায় বৃষ্টির পানিতে বহু বাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী জয়নাল আবেদীন বলেন,”আমার বাড়ির প্রত্যেক রুমে তিন থেকে চার ফিট পর্যন্ত পানি জমে আছে।রুমের অনেক জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে।ড্রেনে ময়লা জমে থাকার কারণে পানি জমে আছে।খুবই ভোগান্তিতে আছি।দ্রুত এর সুষ্ঠু সমাধান চাই।”একই সমস্যার কথা বলেন,আরিফুল ইসলাম,শামসুল আলম,জালাল মিস্ত্রি,আনোয়ার হোসেন সহ অনেক বাড়িওয়ালা।
কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার বলেন,”বেশির ভাগ যে এলাকা নিচু সেখানে পানি জমে আছে।আমাদের লোকজন সকাল থেকে পানি নিষ্কাশনের কাজ চালিয়ে যাচ্ছে,ড্রেনের ময়লা পরিস্কার করার কাজ চলছে।খুব দ্রুতই পানি নেমে যাবে।