কালিয়াকৈরে মাদক গ্রহণের দায়ে এক নারী মাদকসেবীর দুই বছরের কারাদণ্ড

কালিয়াকৈরে মাদক গ্রহণের দায়ে এক নারী মাদকসেবীর দুই বছরের কারাদণ্ড

শেয়ার করুন

 

ভ্রাম্যমাণ_আদালত
সালাহ উদ্দিন সৈকত : গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের অভিযোগে রবিবার দুপুরে এক নারীকে দুই বছরের ও এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন কালিয়াকৈর নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কালিয়াকৈর উপজেলার উন্দারচালা গ্রামের আক্তার হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (২৫) ও রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বারহাট্রা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মাসুদ রানা (৩২)।
পুলিশ জেসমিন আক্তারকে উপজেলার উন্দারচালা ও মাসুদকে চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে আটক করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদনান চৌধুরী জানান,”জেসমিন আক্তারকে মাদক সেবনের দায়ে ও মাসুদ রানাকে মোবাইল চুরির অপরাধে পুলিশ আটক করে মোবাইল কোর্টে হাজির করেন।তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেসমিন আক্তারকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও মাসুদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।”