কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালত কর্তৃক কোকোলা ফুড প্রোডাক্টসকে পাঁচ হাজার টাকা জরিমানা

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালত কর্তৃক কোকোলা ফুড প্রোডাক্টসকে পাঁচ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

received_242248801077817 ।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর,গাজীপুর ।।

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় কঠোরতম লকডাউনে সরকারী আদেশ অমান্য করে কারখানা খোলা রাখার অপরাধে আর্থিক দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার(২৬জুলাই)কালিয়াকৈর উপজেলার কোকোলা ফুড প্রডাক্টস এর কারখানায় অভিযান পরিচালনা করেন উম্মে হাবিবা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর।

এ সময় কোকোলা ফুড প্রডাক্টস এর কারখানা সরকারি বিধি নিষেধ অমান্য করে খোলা রাখার অপরাধে নগদ পাঁচ হাজার টাকা দন্ড প্রদান করেন এবং সাথে সাথে কারখানাটি বন্ধ করে দেন।১৮৬০ এর ২৬৯ ধারায় এই দন্ডাদেশ দেওয়া হয়।

এ সময় অহেতুক বাইরে ঘোরাফেরা না করতে ও জরুরী প্রয়োজনে মাস্কবিহীন চলাচল না করতে মাইকিং করা হয়।এছাড়া অতি উৎসাহী কিছু মানুষকে বিনা কারনে রাস্তায় চলাচলের কারনে সাময়িক আটক করে মৌখিক সতর্কবানী দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পুলিশ ও আনসার সদস্য সঙ্গে ছিলেন।