কালিয়াকৈরে ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ঘর ও অটোরিকশা প্রদান

কালিয়াকৈরে ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ঘর ও অটোরিকশা প্রদান

শেয়ার করুন

।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর।।

গাজীপুরের কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকরণ বিতরণ ও ঢালজোড়া ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণাকরণ অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে( ৯ সেপ্টেম্বর) উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা যৌথ আয়োজনে আটটি দোকান ঘর, সাতটি অটোরিকশা ও ১৩ জনকে নগদ ৮ হাজার অর্থ প্রদানের সহযোগিতা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জায়েদা নাসরিন, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা।