কালিয়াকৈরে বিধিনিষেধ অমান্য করে বিনোদনপ্রেমীদের জনসমাগম

কালিয়াকৈরে বিধিনিষেধ অমান্য করে বিনোদনপ্রেমীদের জনসমাগম

শেয়ার করুন

received_1325483234520764
।। সালাহ উদ্দিন সৈকত,কালিয়াকৈর, গাজীপুর।।

বৈশ্বিক মহামারী করোনা রোধে চলমান কঠোর বিধিনিষেধেও গাজীপুর জেলার কালিয়াকৈরে বিভিন্ন স্থানে প্রতিদিন বেড়েই চলছে দর্শনার্থীদের ভিড়। বিশেষ করে দুপুরের পর থেকে রাত ৯টা পর্যন্ত নারী-শিশুসহ নানা বয়সী মানুষ ওইসব স্থানে ভিড় করছেন। তাদের জন্য চটপটি-ফুচকাসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে অস্থায়ী দোকানও।

সরেজমিনে ঘুরে জানা যায়, ঈদের দিন বিকাল থেকে কালিয়াকৈরের আশুলিয়া খ্যাত বাঁশতলী মকসবিল এলাকায়,বড়ইবাড়ি মকসবিল এলাকায়,মেদি ব্রিজ ও রতনপুর এবং মৌচাক রেললাইনে প্রতিদিন মানুষের মেলা বসছে। কালিয়াকৈরের বিভিন্ন এলাকা থেকে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি নিয়ে এসব স্থানে ভিড় করছেন তারা। এতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অনেকেই পরেন না মাস্কও। ফলে এসব আগত দর্শনার্থীর জন্য করোনা ঝুঁকিতে রয়েছেন এলাকার সাধারণ মানুষেরা।

বাঁশতলী এলাকার বাসিন্দা টিপু বলেন, ‘কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ বেড়ানোর উদ্দেশ্যে ব্যক্তিগত ও ভাড়া করা গাড়ি এবং অটোরিকশাযোগে গাদাগাদি করে এ এলাকায় যাতায়াত করে।সারাদেশে করোনা সংক্রমণ রোধে লকডাউন চলমান থাকলেও এখানে দেখলে মনে হয় দেশে কোন উৎসব চলছে। এ সকল বিনোদনপ্রেমীরা পরিবহনের পাশাপাশি মকসবিলে নৌকা নিয়ে জোরে গান বাজিয়ে ঘুরে বেড়ায় বিনোদনপ্রেমীদের নিয়ে ঘুরে বেড়ায়। তাদের মধ্যে নাই কোন স্বাস্থ্যবিধি,সামাজিক দূরত্ব, আর মাস্ক নেই বললেই চলে।

তিনি আরও বলেন, ‘দর্শনার্থীরা তাদের ঘোরাঘুরির ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে অন্যদেরও উৎসাহ দিচ্ছেন। এতে প্রতিদিন মকসবিলের দুপাড়েও অন্যান্য খোলা জায়গায় নদীর পাড়ে এবং ওইসব এলাকার বিভিন্ন খাবারের দোকানে বিনোদন পিপাসুদের ভিড় বেড়েই চলছে।’

received_151315307025735

মিজানুর রহমান বলেন, ‘কালিয়াকৈর এলাকার সব কারখানা বন্ধ থাকায় যারা গ্রামের বাড়ী যায়নি সেইসব শ্রমিকরা তাদের বন্ধুবান্ধব নিয়ে বিকেলে দল বেঁধে ওইসব স্থানে ভিড় করেন।’

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, জনসমাগম হয় এমন স্থানে জমায়েত না হতে সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে কথা না শুনলে তাদের কঠোরভাবে সরিয়ে দেয়া হয় ও কথা না শুনলে আটক করার নির্দেশ দেয়া আছে।

কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে। বিনা প্রয়োজনে যেন তারা ঘর থেকে বের না হন এ জন্য উপজেলা জুড়ে মাইকিংসহ নানা প্রচার প্রচারণা চালানো হচ্ছে। যারা স্বাস্থ্যবিধি ও আইন ভঙ্গ করেছেন তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হচ্ছে।’