কালিয়াকৈরে জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

FB_IMG_1627979829961
।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর,গাজীপুর।।

গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী অর্থাৎ জাতীয় শোক দিবস উদযাপন ও ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির পালন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা সিকদার মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নাসরিন, কালিয়াকৈর মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দিন আহমেদ,সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মামুনুল হক, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদ রেজা আল মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আল-বেলাল,পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার,উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মির সুলতানাসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা জাতীয় শোক দিবস পালন, ওয়ার্ড পর্যায়ে করোনা টিকাদান কর্মসূচি, করোনাকালীন সময়ে সংক্রমণ রোধে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের খোলামেলা আলোচনা রাখেন।