কালিয়াকৈরে অপসারণ চলছে সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড ও ব্যানার

কালিয়াকৈরে অপসারণ চলছে সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড ও ব্যানার

শেয়ার করুন

 

।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর।।

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নিবার্চনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন ব্যাপী সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিলবোর্ড-ব্যানার সরানোর কার্যক্রম চালানো হয়।

পৌরসভার সচিব নওশীন আহমেদের নেতৃত্বে পৌর নিবার্চনের রিটার্নিং কর্মকর্তা কাজী মো.ইস্তাফিজুর হক আকন্দের নির্দেশক্রমে কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন এলাকায় বিলবোর্ড সরানো হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানা পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা।

উল্লেখ্য,তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা নিবার্চন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার ৯৫ হাজার ৪৩৫ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৫০১ জন ও মহিলা ভোটার ৪৬ হাজার ৯৩৪ জন। মোট ৪১টি কেন্দ্রে ২৭৬টি বুথে এক যোগে ভোট গ্রহণ হবে।

আসন্ন এই নিবার্চনের লক্ষ্যে প্রত্যেক প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৪ নভেম্বর মনোনয়নপত্র বাচাই, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। আগামী ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।