কামারের ঘর থেকে আ.লীগ নেতার অর্ডার দেয়া তিন শতাধিক “টেটা” উদ্ধার

কামারের ঘর থেকে আ.লীগ নেতার অর্ডার দেয়া তিন শতাধিক “টেটা” উদ্ধার

শেয়ার করুন

photo-munshiganj-23-11-1
মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে আধিপত্য বিস্তারের জন্য স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আলেক চাঁন মুন্সীর প্রস্তুত করতে দেওয়া তিন শতাধিক দেশীয় অস্ত্র “টেটা” উদ্ধার করা হয়েছে কামারের ঘর থেকে।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বালুরচর গ্রামের কামার মো. আলীর বাড়ি থেকে এই টেটা উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, বালুরচর ইউনয়নের আওয়ামী লীগের সভাপতি আলেক চাঁন মুন্সী এলাকার আধিপত্য ধরে রাখার জন্য পাশ্ববর্তী কামার মো. আলীকে দিয়ে টেটাগুলো তৈরি করেন।

এই ঘটনার খবর পেয়ে পুলিশ মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে মো. আলীর ঘর থেকে আলেক চাঁন মুন্সীর অর্ডারি তিন শতাধিক টেটা উদ্ধার করা হয়।

তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। এই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে যাবতীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।