করোনাভাইরাস প্রতিরোধে বান্দরবান ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ

করোনাভাইরাস প্রতিরোধে বান্দরবান ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ

শেয়ার করুন

20210709_122454

।। মিনারুল হক বান্দরবান ।।
করোনা ভাইরাস প্রতিরোধ ও জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বান্দরবান
জেলা ছাত্রলীগ। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় সংগঠনটির উদ্যোগে বসানো হয়েছে করোনা প্রতিরোধক
বুথ। এসব বুথ থেকে সাধারণ লোকজন মাক্স এবং সেনিটাইজার বিনামূল্যেই ব্যবহার করতে পারবে। শুধু
তাই নয় ব্যবহৃত মাস্কও এই বুথটিতে ফেলা যাবে। প্রাথমিকভাবে বান্দরবান শহরের প্রেসক্লাব চত্বর,
বাজার মসজিদ, বালাঘাটা সহ গুরুত্বপূর্ণ জায়গায় ৭ টি বুথ স্থাপন করা হয়েছে। পরে এ ধরনের বুথের
সংখ্যা আরো বাড়ানো হবে এবং পর্যায়ক্রমে উপজেলা ও ইউনিয়ন সদরগুলোতো করোনা প্রতিরোধক বুথ
স্থাপন করা হবে। শুক্রবার (৯ জুলাই) সকালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি তার বাসভবনে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বুথের উদ্বোধন করেন। এসময় সেখানেজেলা
আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী অমল
কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, জেলা আওয়ামী
লীগের নেতা শামসুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রবিন বাহাদুর, জেলা ছাত্রলীগ সভাপতি কাউসার
সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশিল সহ ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।এসময় বক্তব্য
রাখতে গিয়ে পার্বত্য মন্ত্রী বলেন, এই সেবামূলক কার্যক্রমের ফলে জনগণ এখন করোনা থেকে অনেকাংশে
রক্ষা পাবে এবং স্বাস্থ্য সচেতন হবে। #মিনারুল হক বান্দরবান প্রতিনিধি ০৯ জুলাই ২০২১ইং